চট্টগ্রাম নগরীর খুলশীর ইউনিভার্সিটি এন্ড সাইন্স টেকনোলজি চিটাগং এর ইএসটিসি রিসার্চ সেল (ইউআরসি) এর পঞ্চম বারের মতো রিসার্চ গ্রান্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে ইউএসটিসির ডি ব্লকের একাডেমি হলে ইউনিভার্সিটির ইউআরসি ডিরেক্টর ড. মোঃ সাহাবুদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান ১৬ টি বিষয় ও ক্যাটাগরিতে ১৬ জনকে এ অ্যাওয়ার্ড, নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদান করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএসটিসির ভেটেরিনারি মেডিসিন অনুষদ এর প্রফেসর ড. এ কে এম সাইফুদ্দিন, ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস অনুষদ এর প্রো ভিসি এবং ডিন প্রফেসর মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী, জীবন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নুরুল আবসার, ইউআরসি গবেষণা সমন্বয়কারী ড. মোঃ মনিরুল ইসলাম, সামার স্কুল কলোকিয়ামের চ্যাম্পিয়ন ফাহিম ইবনে ফরিদ, ডিন ড. হাদন্তে উল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ইউএসটিসি সবসময় মেধা ও গবেষণাকে মূল্যায়নের জন্য সকল ডিন ও শিক্ষার্থীদের উৎসাহিত করে। এতে করে প্রতিটি গবেষণায় আরো বেগ বাড়ে বলেও উল্লেখ করেন তিনি। সেই সাথে আগামীতেও এর ধারাবাহিকতা রক্ষা করে যাবে ইউনিভার্সিটি প্রতিষ্ঠান কতৃপক্ষ বলে জানান তিনি। এসময় ইউনিভার্সিটি এন্ড সাইন্স টেকনোলজি চিটাগং এর সকল ডিন ও ফ্যাকাল্টি মেম্বাররা উপস্থিত ছিলেন।