ইতালিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ভেনিস বিএনপি। মেসত্রে সেন্টারের একটি রেস্টুরেন্ট হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভেনিস বিএনপির সভাপতি আবদুল আজিজ সেলিম। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা রফিক ঠাকুর।
এ সময় প্রধান অতিথি বলেন, ৪৫ বছর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠার দৃড় প্রত্যয় নিয়ে। তিনি বিশ্বের বুকে বাংলাদেশিদের জাতিগতভাবে মাথা উঁচু করে দাঁড়ানোর রাজনীতি শুরু করেছিলেন। দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। মানুষের রাজনৈতিক এবং গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন।