বর্তমানে সবার বাসায় ছোট কিংবা বড়, এক বা একাধিক টিভি ও ফ্রিজ রয়েছে। এসব ইলেক্ট্রনিক ডিভাইস বিদ্যুৎ বিলে বেশ প্রভাব ফেলে। খুবই স্বাভাবিক একটি ব্যাপার, যেহেতু এই পণ্যগুলো পুরোপুরি বিদ্যুতের ওপর নির্ভরশীল তাই এগুলো ব্যবহারে বিদ্যুৎ বিল বেশি আসতে পারে।
তবে জানেন কি, একটি ফ্রিজের জন্য মাসে বিদ্যুৎ বিল কত আসে? ভালো মানের নতুন রেফ্রিজারেটরের জন্য বিদ্যুতের বিল প্রতি মাসে গড়ে ১৫০-২০০ টাকা হতে পারে। তবে বার বার খোলা কিংবা বেশিক্ষণ খোলা রাখলে সামান্য কিছু খরচ বেশি হতে পারে। ৫ বছরের বেশি পুরোনো রেফ্রিজারেটরের বিদ্যুতের বিল দেড় থেকে দুই গুণ বেশি হতে পারে।