নিজস্ব প্রতিবেদক:ইংরেজি মাধ্যমের ও’ লেভেল পরীক্ষায় অসামান্য ফলাফল অর্জন করায় দ্য ডেইলি স্টার ও দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড এইচএসবিসি সম্মাননা পেলেন বিশিষ্ট শিল্পপতি এটিএস গ্রুপের কর্ণধার সমাজসেবক লায়ন এম এ খান জুয়েল’র কনিষ্ঠ কন্যা নুসাইবা নুসরাত খান নিতু।
গতকাল শনিবার ২৪ ফেব্রুয়ারী রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী জাতীয় ইনডোর স্টেডিয়ামে আড়াই হাজারের বেশি শিক্ষার্থীকে এই সম্মাননা দেওয়া হয়। ‘স্যালিউটিং দ্য নেশন বিল্ডার্স অব টুমরো’ (আগামীর জাতি নির্মাতাদের অভিবাদন) শিরোনামে এটি ছিল ২৩তম আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মাহবুব উর রহমান,ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার ম্যাট ক্যানেল, পিয়ারসন এডেক্সেল বাংলাদেশ ও নেপালের আঞ্চলিক উন্নয়ন ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ অব ক্যামব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশনের এ দেশের প্রতিনিধি (কান্ট্রি ম্যানেজার) শাহীন রেজা।
ও’ লেভেল এবং ‘এ’ লেভেলে অসামান্য ফলাফলের জন্য এডেক্সেল এবং কেমব্রিজের শিক্ষার্থীদের এই সম্মাননা জানানো হয়।শিক্ষার্থীদের ফলাফলের ভিত্তিতে মোট ২ হাজার ৫৬৩ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করে আয়োজক দ্য ডেইলি স্টার। তাদের মধ্যে ‘ও’ লেভেলে ১৭৬৫ জন এবং ‘এ’ লেভেলে ৬৫৬ জন শিক্ষার্থী রয়েছে।এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের বাবা-মা, পরিবারের সদস্যরা, শিক্ষক, বন্ধুবান্ধব এবং বিশেষ অতিথিরাও অংশগ্রহণ করে।
২৩তম দ্য ডেইলি স্টার এইচএসবিসি ও অ্যান্ড এ লেভেল অ্যাওয়ার্ডস’ শীর্ষক এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর ছিল এইচএসবিসি ব্যাংক। অন্যদিকে পিয়ারসন এডেক্সেল এবং কেমব্রিজ একাডেমিক পার্টনার্স।
ডেইলি স্টার ১৯৯৯ সাল থেকে অনন্য এই বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করছে। যা বছরের পর বছর ধরে অনেকের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।
মেয়ের এমন সাফল্যে গর্বিত উল্লেখ্য করে এটিএস গ্রুপের স্বত্তাধিকারী লায়ন এম এ খান জুয়েল অনুভূতি ব্যক্ত করে জানান, “সত্যি নিজ সন্তান যখন সামনের দিকে একধাপ অগ্রসর হয়ে পিতা মাতাকে ধন্য করে,তখন সাফল্যের সর্বোচ্চ শিখরে কণ্যাকে দেখতে চাই।সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।
উল্লেখ্য, একই অর্জনের জন্য এর আগে পিয়ারসন এডেক্সেল ও বিট্রিশ কাউন্সিল আয়োজিত সর্বোচ্চ স্কোর অর্জন করায় সম্প্রতি আরেকটি এওয়ার্ড অর্জন করেছিলেন নুসাইবা নুসরাত খান নিতু।