ধীরাশ্রম ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) নির্মাণের লক্ষ্যে জমি অধিগ্রহণসহ পুবাইল-ধীরাশ্রম রেললিংক নির্মাণ করবে সরকার। তাতে বর্তমান কমলাপুর আইসিডির ৫ গুণ কনটেইনার হ্যান্ডলিং করা সম্ভব হবে। ফলে সড়কপথের মাধ্যমে কনটেইনার পরিবহনের চাপ হ্রাস পাবে।
অন্যদিকে পুবাইল থেকে রেললিংক এর মাধ্যমে সরাসরি ধীরাশ্রম আইসিডিতে কনটেইনার পরিবহনের ফলে ঢাকায় কনটেইনার ট্রেন আসার প্রয়োজন হবে না। ফলে ঢাকায় কনটেইনারবাহী যানবাহন চলাচলের প্রয়োজন না হওয়ায় যানজট হ্রাস পাবে।