প্রথমবারের মতো ঢাকার শ্রোতাদের গান শোনাবেন ভারতীয় জনপ্রিয় গায়ক, সুরকার ও গীতিকার দর্শন রাওয়াল। সুদর্শন এ গায়ককে নিয়ে ‘দর্শক রাওয়াল লাইভ ইন ঢাকা’ শীর্ষক একটি কনসার্ট আয়োজন করছে টোয়েন্টি টু ইভেন্টস। দর্শনের সঙ্গে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী তানভির ইভানকেও গাইতে দেখা যাবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ১৪ সেপ্টেম্বর ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে গান পরিবেশন করবেন দর্শন রাওয়াল।