টিডিএন প্রতিবেদনঃযুগে যুগে বই এনেছে ত্যাগের দীক্ষা, সত্য ও সুন্দরের সাধনা।আর এই সুন্দর কে প্রতিনিয়ত ধারণ করে ব্যতিক্রমধর্মী উদ্যোগ সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র স্বপ্নদ্রষ্টা কবি ও লেখক কবি গোলাম মাওলা জসিম। যেখানেই দেখেন, বই রাখার সুযোগ রয়েছে সেখানেই তিনি পাঠকদের জন্য বই উপহার দিয়ে থাকেন।প্রতিষ্ঠা করেছেন সেলুন পাঠাগার বিশ্বজুড়ে কার্যক্রম।প্রতি মাসেই দেশের বিভিন্ন জায়গায় স্থাপন করা হচ্ছে জ্ঞানের ভাণ্ডার বই সম্বলিত বুক সেলফ। এরই ধারাবাহিকতায় ৩রা এপ্রিল বুধবার বিকেলে নোয়াখালীর মাইজদী কোর্ট মেইন রোডের বাবুল হেয়ার কাটিং সেলুনে প্রতিষ্ঠান মালিক বাবুল শীলের হাতে সুসজ্জিত বই সম্বলিত বুক সেলফ বিতরণ তুলে দেয়া হয়।সেলুন পাঠাগার বিশ্বজুড়ে ‘র প্রতিষ্ঠাতা কবি ও লেখক গোলাম মাওলা জসিমের তত্বাবধানে এর উদ্বোধন করেন হাতিয়ার বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক শিক্ষানবিশ আইনজীবি আবুল কাসেম নবির।
বুক সেলফ হস্তান্তরকালে উদ্বোধক জানান,কবি গোলাম মাওলা জসিমের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে যেনে আমি খুবই আনন্দিত। আশা করি এই কার্যক্রমে সম্পৃক্ত হয়ে বই পড়ায় উদ্বুদ্ধ হবে সকল বয়সীরা।এটি শুধুমাত্র একটি সেলুনে স্থান পায়নি,চট্টগ্রাম সহ সারাদেশের প্রায় শতাধিক সেলুনে শোভা পাচ্ছে জেনে খুবই ভালো লাগছে,যেখানে স্থান পেয়েছে জনপ্রিয় লেখকদের বই সম্বলিত দৃষ্টিনন্দন বুক সেলফ।এই কার্যক্রম সবর্ত্র ছড়িয়ে পড়ুক।
মূলত সেলুনে সেবাগ্রহীদের অবসর সময়কে কাজে লাগিয়ে বই পড়ায় উদ্বুদ্ধ করতে সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে ব্যতিক্রমী এই কার্যক্রম পরিচালনা করে আসছে বলে জানান সংগঠনের স্বপ্নদ্রষ্টা গোলাম মাওলা জসিম।
বুক সেলফ বিতরণে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক,শিক্ষানবিশ আইনজীবী এডভোকেট মোসলে উদ্দিন মুসলিম।
এছাড়াও বিমা অফিসার বিক্রম চন্দ্র ঘোষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অবসরে বই পড়ুন’- এ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ৩০ জুন গোলাম মাওলা জসিমের নিজ এলাকা নোয়াখালীতে নিজস্ব অর্থায়নে রতনের সেলুনে বই ও আলমারি বিতরণের মাধ্যমে এ ব্যতিক্রমী কার্যক্রম শুরু হয়।যার ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন জেলার সেলুনে স্থাপন করা হচ্ছে বুক সেলফ।