টিডিএন বিশেষ:চট্টগ্রামে সাবেক এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পাওনা টাকা আদায় করতে না পেরে টাকা ফেরত পেতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক নারী।
টিম ৩৬ নামক একটি সংগঠনের সহযোগিতায় শুক্রবার বিকেলে নগরীর আগ্রাবাদের একটি রেস্টুরেন্টে ভুক্তভোগী নারী শামীমা আক্তার, পুলিশ কর্মকতা কাজী রাকিব উদ্দিনকে দেয়া ৫২ লাখ টাকা ফেরত চেয়ে এ সংবাদ সম্মেলনটি করেন।
ভুক্তভোগী শামীমা জানান ,১৩ বছর আগে চট্টগ্রাম নগরীর লালদীঘিপাড়ে ডিবিতে কর্মরত থাকা অবস্থায় পুলিশ কর্মকর্তা রাকিবের সাথে তার পরিচয় হয়। পরে বান্দরবান আলীকদম থানায় কর্মরত থাকা অবস্থায় ২০২১ সালে কাজী রাকিব উদ্দিনকে ওই নারী স্ট্যাম্পের মাধ্যমে কয়েকজনের উপস্থিত সাক্ষীদের সামনে ৫২লক্ষ টাকা ধার দিয়েছিলেন। যে টাকা ওই পুলিশ কর্মকর্তা ৫ লাখ টাকা করে শোধ করার কথা ছিল। কিন্তু এ টাকা এখনো রাকিব উদ্দিন আজ কাল দিবেন বলে কালক্ষেপণ করে যাচ্ছেন। এ বিষয়ে আদালতে মামলা করলে আদালত তাকে জেল দেয় এবং ৫২ লাখ টাকা ভিকটিম শামীমাকে দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু তারপর এই রাকিব উদ্দিন টাকা না দিয়ে উল্টো ভুক্তভোগীকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে যাচ্ছেন।
এ বিষয়ে তিনি অন্তবর্তী সরকারের কাছে আইনের মাধ্যমে সুষ্ঠ সমাধান ও তার টাকা ফেরত পাবার দাবি জানান। এসময় টিম ৩৬ সংগঠন থেকে উপস্থিত ছিলেন মোঃ আশিকুজ্জামান সামি, এডভোকেট কাজী মোঃ নূরুদ্দীন, মোঃ হাসান, মোঃ আনন্দ।
এদিকে,অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সাড়া দেন নি।