টিডিএন প্রতিবেদক:২৩ এপ্রিল বিশ্ব বই দিবস। দিনটি ‘বিশ্ব গ্রন্থ ও গ্রন্থস্বত্ব দিবস’ নামেও পরিচিত। প্রতি বছর এই দিবসটি সারা বিশ্বের বইপ্রেমীরা বিশেষ গুরুত্ব নিয়ে উদযাপন করেন।তার ই ধারাবাহিকতায় “সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ এর গুরুত্ব উপলব্ধি করে চট্টগ্রামের সীতাকুণ্ড উত্তর বাজারের ড্রীম সেলুনে নান্দনিক বই সম্বলিত বুক সেলফ বিতরণ করেন।যেখান থেকে সেলুনে সেবা নিতে আসা যে কেউ বই পড়ে তার অবসর সময় কে কাজে লাগাতে পারবে।আর ব্যতিক্রমধর্মী উদ্যোগের মাধ্যমে অবসর সময় কাজে লাগানোর এ অভিনব উদ্যোগের উদ্যোক্তা সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র স্বপ্নদ্রষ্টা কবি ও লেখক গোলাম মাওলা জসিম। যেখানেই দেখেন, বই রাখার সুযোগ রয়েছে সেখানেই তিনি পাঠকদের জন্য বই উপহার দিয়ে থাকেন।নিয়মিত দেশের বিভিন্ন জায়গায় স্থাপন করছেন জ্ঞানের ভাণ্ডার বই সম্বলিত বুক সেলফ।
এরই ধারাবাহিকতায় বিশ্ব বই দিবসে সেলুন মালিক রতন দাশের হাতে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে ‘র প্রতিষ্ঠাতা কবি ও লেখক গোলাম মাওলা জসিম এ কার্যক্রমের উদ্বোধন করেন।এ সময় তিনি বলেন,মূলত সেলুনে সেবাগ্রহীদের অবসর সময়কে কাজে লাগিয়ে বই পড়ায় উদ্বুদ্ধ করতে সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে ব্যতিক্রমী এই কার্যক্রম পরিচালনা করে আসছি।জীবনের শেষ বিন্দু পর্যন্ত এ কার্যক্রম চালিয়ে যাব ইনশাআল্লাহ।
বুক সেলফ বিতরণে অতিথি ছিলেন ডা:নুসরাত শহীদ সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা
উল্লেখ্য, অবসরে বই পড়ুন’- এ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ৩০ জুন গোলাম মাওলা জসিমের নিজ এলাকা নোয়াখালীতে নিজস্ব অর্থায়নে রতনের সেলুনে বই ও আলমারি বিতরণের মাধ্যমে এ ব্যতিক্রমী কার্যক্রম শুরু হয়।যার ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন জেলার সেলুনে স্থাপন করা হচ্ছে বুক সেলফ।