বিনোদন প্রতিবেদন:পশ্চিম ফিরোজ’স্থ লতিফ আইডিয়াল স্কুলে গত ২১ মার্চ বৃহঃস্পতিবার বিকেল তিনটায় বীজন নাট্য গোষ্ঠীর ২০২৪- ২০২৫ দুই বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়।
নাট্যজন রুপায়ন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় সর্ব সম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হলো টিভি, মঞ্চ অভিনেতা ও নাট্য নির্দেশক মোশারফ ভূঁইয়া পলাশ সাধারণ সম্পাদক নির্বাচিত হয় মঞ্চ ও টিভি অভিনেতাসাজ্জাদ ভূঁইয়া।কার্যনির্বাহী পরিষদের অন্য সদস্যদের মধ্যে নির্বাচিত হন সহ- সভাপতি পদে যথাক্রমে নাট্যজন রূপায়ণ বড়ুয়া, শামসুল আরেফিন শাকিল, মোহাম্মদ আলী নিশান,ওমর ফারুক, উম্মে কুলসুম কেয়া। যুগ্ন সম্পাদক পদে আব্দুল মান্নান ও এমরান হোসেন পাটোয়ারী,সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান, মহিলা সম্পাদক পুতুল চৌধুরী, অর্থ সম্পাদক মর্জিনা পারভিন লুনা, অনুষ্ঠান সম্পাদক বীনা দাশ গুপ্ত, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন,কার্যকরী সদস্য পদে যথাক্রমে মোহাম্মদ সৌরভ হোসাইন,মোহাম্মদ হারুন, মহিউদ্দিন চৌধুরী,পারভেজ চৌধুরী, হারুনুর রশিদ ফায়সাল, মোহাম্মদ আলী, আউয়াল খান শাহীন,সৌরভ গাঙ্গুলী রাজ, শংকর দে,রহিমা আক্তার প্রমা, মোহাম্মদ আব্দুল্লাহ চিশতী,ইলিয়াস রাজু,তুষার নূর। সাধারণ সদস্য পদে শাহিন বাদশা, উম্মে নাসরিন,নিটল বড়ুয়া অপূর্ব, মোহাম্মদ রফিক, এম এস সাইফুল মজুমদার। অতিথি সদস্য পদে জসীম উদ্দীন আহমেদ, নাসরিন হীরা, সায়েম উদ্দিন, বাপ্পি হালদার।
কমিটি ঘোষণার পর বীজন নাট্য গোষ্ঠীর উপদেষ্টা সাবেক মহিলা কাউন্সিলর আবিদা আজাদ নবনির্বাচিত পরিষদের সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান।এরপর বীজনের নিয়মিত প্রযোজনা শিখা চিরন্তন নাটকের অংশ বিশেষ পাঠ করার মাধ্যম দিয়ে সাংগঠনিক অধিবেশনের সমাপ্তি হয়।