thedailynews.press
ঢাকা বৃহস্পতিবার , ৫ ��িসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. বিনোদন
  3. লাইফস্টাইল
গত ৭ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন লোকেশনে মিউজিক ভিডিওটির দৃশ্য ধারন করা হয়। মিউজিক ভিডিওর গল্প বানিয়েছেন মাসউদ আহমেদ ও সহকারী পরিচালক শ্রী রুবেল চৌধুরী

ভালোবাসা দিবসে পুলিশ কর্মকর্তা মোজাহেদ হাসানের ‘তুমি রঙিন’

আশিক আরেফিন
১৩ ফেব্রুয়ারী ২০২৪, ৬:৫৪ পিএম

Link Copied!

পুলিশ পরিদর্শক ও সংগীত শিল্পী হিসেবে পরিচিত মোজাহেদ হাসান ভালোবাসা দিবসে ‘Mojo Melody’ ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিও সহকারে নতুন একটা মিষ্টি রোমান্টিক গান নিয়ে হাজির হচ্ছেন। এম এইচ মিলুর কথায় ‘তুমি রঙিন” শিরোনামের গানটিতে সুর দিয়েছেন নাজির মাহমুূদ এবং সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু

গত ৭ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন লোকেশনে মিউজিক ভিডিওটির দৃশ্য ধারন করা হয়। মিউজিক ভিডিওর গল্প বানিয়েছেন মাসউদ আহমেদ ও সহকারী পরিচালক শ্রী রুবেল চৌধুরী।

গানটি ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ‘Mojo Melody’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

মিউজিক ভিডিওতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন এনটিভি হা-শো সিনজ ৫ এর ফাইনালিস্ট অভিনেতা মাসউদ আহমেদ, নৃত্যশিল্পী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ময়ূখ সরকার, পার্থ দেব, তাহিরা ঝন্টিক, সাবিত বিশ্বাস, এশিকা দাস ইশি, নাদির আলম বিশ্বাস সহ অনেকে।

গানটি অবমুক্তি প্রসঙ্গে শিল্পী মোজাহেদ হাসান বলেন, ‘ Mojo Melody ‘ ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে শিল্পীর নিজের লেখা ও সুরে এবং শিল্পীর নিজের গায়কিতে অর্ধশতাধিক গান অবমুক্ত হলেও এইবারই প্রথম অন্যের লেখা ও সুরে শিল্পী ‘তুমি রঙ্গিন ” শিরোনামে ভালোবাসার একটি মিষ্টি গান গাইলেন এবং গানটির মিউজিক ভিডিও নির্মাণে একদল তরুন অভিনেতা ও কৌশলীরা বেশ আন্তরিকতার সাথে কাজ করেছেন। ইতিমধ্যে ১৯৭১ থেকে শুরু করে মহামারি করোনাসহ বাঙালি জাতির বিভিন্ন সংকটকালে বাংলাদেশ পুলিশের ভুমিকার প্রেক্ষাপটে মোজাহেদ হাসানের লেখা ও সুরে ” বাংলাদেশ পুলিশ ” শিরোনামের একটি গান – পুলিশ সপ্তাহ/ ২০২৪ উপলক্ষ্যে বিটিভিতে প্রচারিতব্য ম্যাগাজিন অনুষ্ঠানের জন্যে নির্বাচিত হয়।

অভিনেতা মাসউদ বলেন, ‘আমি প্রথমবার মিউজিক ভিডিও তে অভিনয়শিল্পী হিসেবে করলাম, যদিও এর আগে নাটকে অভিনয় করতে গিয়ে গানের সাথে নাচের দৃশ্য ছিল কিন্তু এই প্রথম গানের সাথে অভিনয়। রোমান্টিক কথা ও সুরের চমৎকার একটা গান, আমার বেশ ভালো লেগেছে। সামনে এই রকম আরো দারুণ কিছু কাজ দর্শকদের উপহার করতে চাই। ”

ময়ূখ বলেন, ”গানটির শব্দচয়ন ও সুর আমার ভীষন পছন্দ হয়েছে। তার সাথে বেশ যত্ন নিয়ে গাওয়া হয়েছে গানটি। ভালোবাসা দিবসে শ্রোতার মন ছুঁয়ে যাবে নিশ্চিত। সেই সাথে অভিনয় শিল্পী হিসেবে ভূমিকা রাখতে পেরে‌ আমি সত্যি আনন্দিত। এমন সৃষ্টিশীল ও ভিন্নধর্মী কাজ অব্যাহত থাক সর্বক্ষেত্রের মানুষের মধ্যে‌ এই কামনা করছি।’

আরও পড়ুন