টিডিএন প্রতিবেদক :আজ ১৪ই আগস্ট ২০২৪ বিকেল ৪ টায় “বৈষম্যবিরোধী শিল্পী সমাজ” এর ব্যানারে নগরীর কাজীর দেউরি এলাকাধীন মুক্তমঞ্চে বৃহত্তর চট্টগ্রামের গুণী কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী, গীতিকার, সুরকার ও সাউন্ড কলাকুশলীদের সঙ্গীতাঙ্গনের বিভিন্ন সংস্কারের দাবিতে একটি অরাজনৈতিক ও শান্তিপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন “বৈষম্য বিরোধী শিল্পী সমাজ, চট্টগ্রাম জেলা”র সমন্বয়ক মুহাম্মদ মাজহারুল ইসলাম, সভায় সঞ্চালনার দায়িত্বে ছিলেন সমন্বয়ক নুসরাত জাহান চাঁদনী ।
সভায় শিল্পী মিউজিশিয়ানদের বিভিন্ন ন্যায্য দাবি তুলে ধরেন
উপস্থিত কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী, গীতিকার, সুরকার ও সাউন্ড কলাকুশলীগণ ।
এতে শিল্পীদের পেশা হিসেবে স্বীকৃতি প্রদান তথা জাতীয়করণসহ সুনির্দিষ্ট পরিচয়পত্র প্রদানের দাবী জানানো হয়।
অন্যান্য দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিলো- দুঃস্থ অবস্থায় বা শেষ বয়সে শিল্পী মিউজিশিয়ানদের সরকারী সহায়তা প্রাপ্তি, বিভিন্ন টিভি চ্যানেলের সিন্ডিকেট ভেঙে দিয়ে সবাইকে সুষমভাবে প্রোগ্রাম বন্টন, শিল্পীদের সম্মানী থেকে ১০% কর্তন বন্ধ করা এবং সর্বোপরি মিউজিক সেক্টরকে দালালমুক্ত করা।