সংসদের বিশেষ অধিবেশনের আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখতে চলেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। সেখানে তিনি দাবি করবেন, দেশের মানুষের সংকটের সঙ্গে যুক্ত থাকা বিষয়গুলো নিয়েই যেন বিশেষ অধিবেশনে আলোচনা হয়।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের বাসভবনে বিরোধী জোট ইন্ডিয়া-র সংসদীয় দলগুলোর নেতাদের বৈঠকের পরই মোদীকে এই চিঠি লেখার সিদ্ধান্ত নিয়েছেন সোনিয়া। বাকি বিরোধী দলগুলো এই ধরনের চিঠি প্রধানমন্ত্রীকে পাঠাবেন কি না, তা সংসদীয় নেতারা তাদের দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলে ঠিক করবেন।