{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
বাংলাদেশের শিক্ষার সঙ্গে শ্রমবাজারের যে দূরত্ব, তা তরুণ প্রজন্মের কর্মসংস্থানে প্রধান সমস্যা হিসেবে দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন চট্রগ্রামে অনুষ্ঠিত এক নীতি আলোচনার বক্তারা। তারা বলেন, এই দূরত্বের কারণে তরুণ প্রজন্মের মধ্যে অসন্তুষ্টি বাড়ছে। শিক্ষা ও কর্মসংস্থানের মধ্যে সংযোগ স্থাপনের জন্য রাষ্ট্রীয়ভাবে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।
{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:false,”containsFTESticker”:false}
অনুষ্ঠানে ক্যাম্পেইন সম্পর্কে আলোচনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার সদরুল আমিন। এসময় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি ফারহানা যুথী, বিএনসিসি কর্ণফুলী রেজিমেন্টের সাবেক অ্যাডজুটেন্ট আবদুল্লাহ আল মামুন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ইয়ুথ চীফ এএনএম তামজীদ।
নীতি আলোচনা ছাড়াও অনুষ্ঠানে নাগরিক সমস্যা নিয়ে নাট্য, কুইজ ও ভিডিও মেসেজ প্রতিযোগিতা এবং ক্যাম্পেইনের রিল প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধি অংশ নেন।