চট্টগ্রামের হাটহাজারীতে ছড়া দখল করে গাইডওয়াল ও দোকান নির্মাণের অভিযোগ উঠেছে মো. আবছার নামে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে।
উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাটের দক্ষিণ পাশে মরাছড়া নামক একটি ছড়া দখল করে গাইডওয়াল নির্মাণ করে ঐ ব্যক্তি।
সরেজমিন গিয়ে দেখা যায়, চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের পূর্ব পাশে লোকচক্ষুর আড়ালে মরাছড়ার দক্ষিণ পাশ দখল করে গাইডওয়াল নির্মাণ করেছেন তিনি। পরিবেশ আইন অমান্য করে কোন ধরনের নিয়ম-নীতির তোয়াক্কা না করে এই কাজ করছেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আফছার বলেন, সবাই করছে তাই আমিও করছি। সরকার যখন চাইবে উচ্ছেদ করে দিবে।
জানতে চাইলে এ বিষয়ে মুঠোফোনে মির্জাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন বলেন, পরিবেশ আইন অমান্য করে এ ধরনের কাজ করা আইনত অপরাধ। এ বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে তাদের নির্দেশ মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান এ বিষয়ে বলেন, ইউনিয়ন ভুমি কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করা হয়েছে। তিনি সরেজমিন পরিদর্শন করে জানালে ব্যবস্থা নেয়া হবে।