বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা, প্রতিরোধ ও ব্যবস্থাপনা নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। এ বছর বিশ্ব ডায়াবেটিস দিবস থিম ‘ব্রেকিং ব্যারিয়ারস, ব্রিজিং গ্যাপস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশেষজ্ঞ ডাক্তাররা তাদের মতামত প্রদান করেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে হাসপাতালের অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের এন্ডোক্রিনোলজি ও ডায়াবেটিস বিভাগের কনসালটেন্ট ডা. শায়েলা কবির; এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের এন্ডোক্রিনোলজি ও ডায়াবেটিস বিভাগের অ্যাটেনডিং কনসালটেন্ট ডা. এমরান উর রশিদ চৌধুরী; এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের অ্যাটেনডিং কনসালটেন্ট ডা. টিপু কুমার দাস এবং চিফ ডায়েটিশিয়ান মিস আসফি মোহাম্মদ ।
অনুষ্ঠানে সূচনা বক্তব্যে এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম-এর চিফ অপারেটিং অফিসার সামির সিং বলেন, “বিশ্ব ডায়াবেটিস দিবস-এর এ বছরের থিম ‘ব্রেকিং ব্যারিয়ারস, ব্রিজিং গ্যাপস’কে কেন্দ্র করে এই আলোচনা সভার মাধ্যমে ডায়াবেটিসের নিয়ে জনমনে পর্যাপ্ত সচেতনতা তৈরি, বিশেষ করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের এই রোগ নিয়ে শিক্ষিত করে তুলতে আমাদের বিশেষজ্ঞদের মতামত ব্যাপক ভূমিকা রাখবে বলে আমি আশা করছি।”